৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ২:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
গাজীপুর প্রতিনিধিঃ
অপ সাংবাদিকত আরেক নাম এম এ আজিজ একজন জুয়াড়ি লটারি নিয়ে দীর্ঘ সময় ধরে জোয়াবাজি করে আসছে বিভিন্ন এলাকায় শ্রীপুরে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে মারধর, গাছা থানা এরিয়াতে লটারিতে জুয়া চালানোর অপরাধে পাবলিক তাকে বেঁধে ইচ্ছামত কেলিয়েছে অবশেষে তাকে কাউন্সিলর এসে থানায় প্রেরণ করেছে যার যথেষ্ট ফুটেজ আমাদের কাছে আছে, বড় বাড়ি একটি ওয়াশিং ফ্যাক্টরিতে ঢুকে বড় ধরনের চাঁদা দাবি করে ফ্যাক্টরির মালিক তাকে বলে আপনি কিসের সাংবাদিক আইন-কানুন জানেন না পারমিশন ছাড়া গেট খুলে বিনা অনুমতিতে ফ্যাক্টরিতে প্রবেশ করেছেন নাই আপনার ক্যামেরা আমাদের ফ্যাক্টরিতে এসে মিথ্যা হয়রানির চেষ্টা করছেন কেন আপনাকে পুলিশে দেব তখন মালিকের পা দরে কান্নাকাটি করতে শুরু করে এই চাঁদাবাজিতে রত সাংবাদিক অবশেষে গেট দিয়ে দৌড়ে পালিয়ে বের হয়ে যায়। এই চাঁদাবাজ এবং জুয়াড়ি অপ-সাংবাদিকত এম এ আজিজের এ রকম বহু ঘটনা রয়েছে যা আপনাদের সামনে পর্ব৷ হিসেবে তুলে ধরা হবে । ধারাবাহিক ভাবে তার অপকর্মের প্রতিবেদন তুলে ধরব আমরা বর্তমানে চলা কালীন আপকর্ম। এই অপসংবাদিকের পতন চাই আমরা যারা মূল ধারার সাংবাদিকতা করে আসছি আমাদের মিডিয়া জগতের বদনাম করছে এই অপসংবাদিক। মূল ধারার সাংবাদিকরা চায় গাজীপুরের সমস্ত প্রেস ক্লাব গুলি এই অপসংবাদিকের বিরুদ্ধে নিউজ প্রচার করা শুরু করুক ধন্যবাদ সকল সাংবাদিক মহল কে। আমি মনজুর সরকার ক্রাইম ক্রউম রিপোর্টার হিসেবে এই অপ-সংবাদিক এম এ আজিজের ক্রাইম তথ্যগুলো ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরব। আপাতত আমি এম এ আজিজ নামের অপ-সংবাদিকের পেছনের কিছু পিকচার ও ভিডিও ফুটেজ প্রকাশ করলাম। অপ-সাংবাদিক এম এ আজিজ বর্তমানে একটি ধর্ষন মামলার জামিনে থাকা আসামি।
Leave a Reply