৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ১০:২২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ জিয়াউর রহমান জীবন ঃঃ
আমরা সুন্দর হবো এই শ্লোগানে জাতীয় শিশু, কিশোর ও যুব কল্যান সংগঠন চাঁদের হাটের ৫০ বছর পূর্তিতে ষষ্ঠ জাতীয় সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সকাল ১০.০০ টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
চাঁদের হাটের উপদেষ্টা, দৈনিক যুগান্তরের সম্পাদক, চাঁদের হাটের দুইবারের ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল আলম।
আহবায়ক জামিলুর রহমান লিমনের সভাপতিত্বে এবং মুফতি আহম্মেদ মনার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন – চাঁদের হাটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইয়াহিয়া সোহেল, সহ সভাপতি কবি ও সাংবাদিক মোস্তফা আহম্মেদ মোর্শেদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম পারভেজ, বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলের অধনায়ক জাকারিয়া পিন্টু, প্রবীনতম সদস্য আল তারিক, হামিদা বেগম, প্রয়াত সভাপতি শাহ আলমের সহধর্মিণী ফৌজিয়া আলম মায়া, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান জীবন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদের হাট মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এমদাদুল হক পলাশ, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন চাঁদের হাটের চাঁদ মনিরা। এরপর অতিথিবৃন্দ একে একে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ খালেদ মাহমুদ চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করতে গিয়ে বলেন- চাঁদের হাটের আজকের সোনামনিরা আগামীদিনের শেখ হাসিনা হবে।
Leave a Reply