৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । বিকাল ৩:৪৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদক
সাপ্তাহিক লোকালয় পত্রিকার ৩২ তম বর্ষপূর্তি ও ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। রবিবার (১ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ১১ টায় রাজধানী মতিঝিলে কেক কেটে ৩২ম বর্ষে পদার্পণ উদযাপন করেন। অনুষ্ঠান পরিচালনায় সঞ্চালনা করেন মো: মেহেদী হাসান (স্বাধীন দিগন্ত) ও মিজানুর রহমান (দৈনিক দিন প্রতিদিন ), ও সভাপতিত্ব করেন সাপ্তাহিক লোকালয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব নুরুল আমিন রোকন।
এ সময় তিনি বলেন, দেশের সাংবাদিকগোষ্ঠী সমাজের প্রধান দর্পণ, একমাত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই সমাজের অন্যায়, অত্যচার, চাঁদাবাজি, দূর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয় জনসম্মুখে উপস্থাপিত হয়ে থাকে। সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে এটাই আমাদের প্রত্যাশা। ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাপ্তাহিক লোকালয় পত্রিকার জন্য অফুরান শুভকামনা রইলো।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যুগ্ন-সম্পাদক দিদারুল আলম দিদার, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ, দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম।
আরও বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক লোকালয় পত্রিকার চীফ রিপোর্টার মো: মফিজ উদ্দিন, সিনিয়র রিপোর্টার আলিনুর হোসেন, দৈনিক এশিয়া বাণীর পত্রিকার মফস্বল সম্পাদক মো: রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার মো: জাকির হোসেন, সাপ্তাহিক লোকালয় ফটো সাংবাদিক আমির হোসেন রবিন প্রমূখ।
Leave a Reply