৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ১১:৫৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে দলীয় মনোনয়ন জমা দিলেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা ড. মো:আশরাফুল ইসলাম।
আজ সোমবার (২০ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করেন এবং জমা দেন।
মনোনয়নের ব্যাপারে কথা হলে তিনি বলেন আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশা কারণ আমি সরকারি চাকরি করলেও সবসময় জনগণের সেবা করার সুযোগ পেয়েছি এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি সফলতার সাথে কাজ করেছি। জামায়াত বিএনপির সময় তাদের বিরুদ্ধে আমরা জনতার আদালত তৈরি করেছি যার ফলে বিএনপি জামায়াত সরকার আমাকে ওএসডি করেছিল। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার সার্বিক দিক বিবেচনা করলে আমি শতভাগ আশাবাদী এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আমার সংসদী এলাকা গাংনীবাসির জন্য উন্নয়নের কাজ করে যাবো, কোনো দুর্নীতিবাজের সাথে আপোষ করবো না এবং মাদকমুক্ত সমাজ গড়বো, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেব।
তিনি গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামের আওয়ামী লীগ পরিবারের প্রয়াত মো: জুলহক মিয়ার বড় সন্তান ও ছোট ভাই গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন , মোঃ মনিরুল ইসলাম, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পাশা ও সাবেক গাংনী উপজেলা ছাত্রলীগে সভাপতি মোঃ ইসমাইল হোসেন আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও অনান্য সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply