৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৮:২৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
ওমর ফারুক রুদ্র ও মোহাম্মদ রিফাত, একজন তরুণ সোশ্যাল মিডিয়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। সম্প্রতি তারা তাদের অনলাইন কার্যক্রমের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের এক পরিচিত নাম হয়ে ওঠেন।
ওমর ফারুক রুদ্র নারায়ণগঞ্জ সোনারগাও এ ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেনএবং মোহাম্মদ রিফাত ঢাকা শনি আখরায় ২০০৬ সালে জন্মগ্রহণ করেন।ওমর ফারুক রুদ্র ঢাকা ধানমন্ডি আইডিয়াল কলেজে অধ্যায়নরত অবস্থায়,তিনি অন্যদের মতোও বড় কিছু করতে স্বপ্ন দেখেন। তার এ প্রয়াসের প্রতিফলন হিসেবে শুরু করেন অনলাইনে সাধারণ ইউজারদের প্রটেক্ট করা থেকে।পরবর্তীতে ধারাবাহিক ভাবে বই লেখনী ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করাও বেশ নজর কাড়ে।
মেন্টাল গ্যাং স্পামিং টিমের মোডারেটর মোহাম্মদ রিফাত আমাদের বলেন যে “আজ আমরা সবকিছুই সহজেই পেয়ে যাচ্ছি। আমরা কয়েক মুহুর্তের মধ্যে বিশাল দূরত্বের পর ও এক জায়গা থেকে অন্য যোগাযোগ করতে পারি। আমরা যখন কিছু কিনতে চাই তখন আমরা বাড়ি থেকে অর্ডার করতে পারি।সবকিছু আমাদের হাতে থাকা সত্ত্বেও আমাদের অনলাইন ক্ষেত্রে নানাবিধ সমস্যায় পড়তে হয়।
আমাদের বাস্তবিক জীবন যেমন আমাদের সম্পত্তি চুরি হওয়ার ভয় থাকে এবং আমরা আমাদের বাড়ি-ঘর ও অন্যান্য সম্পদ সংরক্ষণ করার জন্য তালা ব্যবহার করি, একইভাবে নিজেদেরকে অনলাইন চোর হতে নিরাপদ করার জন্য অনলাইনের তালা বা নিরাপত্তা বিষয়ে জানতে ও সচেতন হতে হবে।”
জানা গেছে,এ টিমের প্রতিষ্ঠাতা ওমর ফারুক রুদ্র ও সিনিয়র মোডারেটর মোহাম্মদ রিফাত সহ পুরো টিমের প্রচেষ্টায় আজ ইগল পাখির নেয় পুরো ভার্চুয়াল জগতকে নজরদারিতে রেখেছে তারা।ফলে ভুক্তভোগীদের করা অভিযোগ ও নিজেদের কার্যক্রম খুব সহজেই করতে পারছেন।তাই বর্তমানে স্পামিং গ্রুপ বা অনলাইন বিশেষজ্ঞদের কারণে কিছুটা হলেও নিশ্চিন্তায় সাধারণ মানুষ দাবড়ে বেরাচ্ছে পুরো ভার্চুয়াল জগত।
Leave a Reply