২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ভোর ৫:১৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আয়শা আক্তার :
নেশার টাকা জোগার করতে বিভিন্ন যায়গা থেকে বাচ্চা এনে মানুষের ইমোশ নিয়ে বাচ্চা দেখিয়ে আগে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা, তারপর বাচ্চা অন্য কাস্টমার দেখিয়ে বিক্রি করে চালান নেশার টাকা এবং পরিবারের খরচ আর তাই করে বেড়াচ্ছেন ফরিদপুর জেলার সদর থানাধীন মুসলিম মিশনগেইট এলাকার নাসির এমনি একজন ভুক্তভোগী ইটালী প্রবাসী নিস্তান এক মায়ের সাথে ২লাখ টাকা নিয়ে অন্য যায়গায় চুক্তি করে বাচ্চা বিক্রি করে দেয় এই নাসির এবং তার স্ত্রী, এবিষয়ে সাংবাদিকরা খোঁজখবর নিয়ে জানতে পারে ঘটনা সত্যি , এবং কোতোয়ালি থানায় জানানো হলে ওসি আশ্বস্ত করে ঘটনা তদন্ত করবে, কিন্তু ততখানিক আরেক লোকের সাথে কন্টাক্ট করে ৩ লাখ টাকা নিয়ে নেয় এবং বৃহস্পতিবার বাচ্চাকে অন্যত্র আরেক লোকের কাছে বিক্রি করে দেয় বলে খবর পাওয়া গেছে। ( চলবে)
Leave a Reply