২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ২:১০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে চৌদ্দগ্রাম বাজারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাবুদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের, সেক্রেটারী বেলাল হোসাইন,পৌর জামায়াতের আমীর ইব্রাহিম, চৌদ্দগ্রাম উপজেলা’র সাবেক আমীর বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানসহ অন্যরা।
সমােশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াত নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কাযকর না হলে উপজেলা জামায়াত আরো কঠোর কর্মসূচি পালন করবে।
সবা:স:জু- ৬৫১/২৫
Leave a Reply