২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১:৪৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার সময় একদিন বেড়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সেটি জমা দেবে তদন্ত কমিটি।
আগুন লাগার পর থেকে সচিবালয়ে সাধারণের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়। তবে সোমবার দুপুরে প্রথমবারের মতো সীমিত সংখ্যক গণমাধ্যমকর্মীকে ঢোকার সুযোগ দেয়া হয়।
সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, সব বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে আজ মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা। আগুনের ঘটনায় তাকে আহ্বায়ক করে গঠন করা ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, ১০ কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। আগুনের উৎস ও কারণ খুঁজে বের করা ছাড়াও কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কিনা তাও দেখবে কমিটি।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনটিতে আগুন লেগে ৬ তলা থেকে নয় তলা পর্যন্ত ৪টি ফ্লোরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সবা:স:জ-৫৬৭/২৪
Leave a Reply