২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১:৫৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
খেলা ডেস্কঃ
বিপিএলের সিলেট পর্ব আজ মঙ্গলবার শুরু হচ্ছে । দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় লড়বে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
ঢাকা পর্বে শেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেট পর্ব। ঢাকা পর্বে এক ম্যাচ খেলে জয়হীন সিলেট রয়েছে টেবিলের তলানিতে। নিজেদের মাঠে তাই জয়ের খোজেই নামবে তারা। তবে সতর্ক থাকতে হবে সিলেটকে। কেননা টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকা রংপুর আছে দারুণ ছন্দে। সিলেট পর্বেও সেই ছন্দ ধরে রাখতে চাইবে নুরুল হাসান সোহানের দল।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের বিপক্ষে। ঢাকা পর্বে দু’দলই জিতেছে একটি করে ম্যাচ।
তবে বরিশাল দুই ম্যাচ খেলে চারে থাকলেও, তিন ম্যাচ খেলা রাজশাহীর অবস্থান টেবিলের পাচে। সিলেটে দু’দলই নামবে জয়ের লক্ষ্যে।
সবা:স:জু- ৬৬৩/২৫
Leave a Reply