১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:০৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ ইব্রাহিম হোসেন:
শুভ শুভ শুভদিন আজ সমবায় কিংবদন্তি মি.আগষ্টিন পিউরীফিকেশন এর জন্মদিন। মি.আগষ্টিন পিউরীফিকেশন ১৯৬৩ খ্রিষ্টাব্দের ২৬ নভেম্বর আজকের এইদিনে তুরাগ নদীর তীরবর্তী, তৎকালীন মাউছাইদ ধর্মপল্লীর অন্তর্গত পাগার গ্রামের গোপাল মাতব্বরের বাড়ির পিতা হীরা পিউরীফিকেশন ও মাতা আন্না কোড়াইয়া’র পরিবারের জন্মগ্রহণ করেন। মি.আগষ্টিন পিউরীফিকেশন একজন সফল ও সুনামধন্য ব্যক্তিত্বসম্পন্ন অধিকারী মানুষ শুধু তাই নয়,আপনি একাধারে সমাজসেবক,ব্যবসায়ী,পরোপকারী ও বলিষ্ঠ নেতৃত্বদানকারী এবং সুদূর প্রসারী জ্ঞানের অধিকারী ব্যক্তি।সমাজের প্রতি অপরিসীম ভালোবাসা,মন্ডলীর প্রতি গভীর বিশ্বাস-ভক্তিপূর্ণ অনুরাগ,সমাজে পিছিয়ে পড়া মানবতার প্রতি মমত্ববোধ,সুষ্ঠ নেতৃত্বের সফল ধারক এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক দূরদর্শী দৃষ্টি সম্পন্ন গুণশালী ব্যক্তি এবং বাংলাদেশের সমবায়ের জীবন্ত কিংবদন্তী,দু-দুই বারের জাতীয় সমবায় স্বর্ণপদক এবং দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা-পুরুষ্কার প্রাপ্ত সহ দেশ ও সারাবিশ্বে আপনার অনেক সুনাম রয়েছে।বর্তমান মি.আগষ্টিন পিউরীফিকেশন দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীর দু’টি সমবায় প্রতিষ্ঠান”দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ” ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ এর
সম্মানিত চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও মি.আগষ্টিন পিউরীফিকেশন দেশের আলোচিত ও রাষ্ট্রনিপীড়িত প্রচলিত গণমাধ্যম ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশর মাননীয় উপদেষ্টা হিসাবে রয়েছেন এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।
মহান প্রজ্ঞা, উদারতা এবং দৃষ্টিশক্তি সম্পন্ন একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। সমাজ ও দেশ আপনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার বিশেষ দিনটিতে জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। হাজার বছর বেচে থাকুন মাননীয় উপদেষ্টা প্রতিবছর জানাবো আপনাকে জন্মদিনের শুভেচ্ছা,শুভ জন্মদিন
Leave a Reply