১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:৫২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
কাজল আক্তার :-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নানা অনৈতিক কর্মকান্ড আর ঘুষ, দুর্নীতি, অনিয়মের কারণে মাঠ পর্যায়ের আনসার সদস্যদের মাঝে নানা অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের সেচ্ছাচারিতার কোন জবাবদীহি না থাকার কারণে যা ইচ্ছা তাই করছে নিজ অধিনস্থ আনসার সদস্যদের সাথে। এতে চরম ক্ষোভে ফুঁসে উঠছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদস্যরা। জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা পশ্চিম জোনের অধিনায়ক আম্বার হোসেন গত দুই বছরে তিন বার বদলি হয়েও অদৃশ্য ক্ষমতার বলে এখনও চেয়ার ছাড়তে হয়নি তাকে। সেই অদৃশ্য শক্তির ক্ষমতার দাপট দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে একই চেয়ারে এর ফলে নানা অনৈতিক অপকর্ম দুর্নীতিতে মেতে উঠেছেন এই কর্মকর্তা। দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন নিজ জেলা ও ডাকার আশপাশে অঢেল সম্পদের পাহার। সূত্রে জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা পশ্চিম জোনের অধিনায়ক আম্বার হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় এতদিন দলীয় ক্ষমতার বলে বদলি হওয়া স্বত্ত্বেও চেয়ার ছাড়েনি এই কর্মকর্তা। অনুসন্ধানে বেড়িয়ে এসেছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। জানা গেছে, ঢাকা পশ্চিম জোনের সকল ক্যাম্পের আনসার সদস্যরা তার কর্মকান্ডে অসহায় হয়ে পরেছেন। কেউ তার অনৈতিক কর্মকান্ডে বিরুদ্ধে প্রতিবাদ করেছে বা সাহস করে কেউ কথা বলেছে তাকেই নানা ভাবে হয়রানি করা হয়েছে না হয় প্রত্যন্ত কোন এলাকায় তাকে বদলি করে দেয়া হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন আনসার সদস্য বলেন, আমি চাকরিতে যোগদানের পর থেকেই দেখে আসছি ঢাকা পশ্চিম জোনের অধিনায়ক আম্বার হোসেন স্যার ছয় মাস পরপর সব আনসার সদস্যদের কাছ থেকে বদলি আটকানোর জন্য বিপুল পরিমানের ঘুষ বানিজ্য করে আসছে। কোন আনসার সদস্য তাকে টাকা না দিলেই তাকে প্রত্যন্ত কোন এলাকায় বদলি করে দেয়, আর যদি তাকে মোটা অংকের ঘুষ দেয় তাহলে তাকে বহাল রেখে ভালো কোন পোষ্টেই বহাল রাখে। সূত্রে আরও জানা গেছে, ঢাকার গুরুত্বপূর্ন কিছু জায়গা যেমন, নিউরো সাইন্স হাসপাতাল, শিশু হাসপাতাল, মেট্রোরেল, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, স্ট্রং হাউজিং, দুয়ারীপাড়া স্টেডিয়াম, বিআরটিএ এসব জায়গায় বদলি করার জন্য নূন্যতম ১ এক লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা ঘুষ নিয়ে থাকেন এই কর্মকর্তা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা খুব শীঘ্রই এই ঘুষখোর দুর্নীতিবাজ কর্মকর্তা ঢাকা পশ্চিম জোনের অধিনায়ক আম্বার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানিয়েছেন অনেকে। এ সকল নানা অভিযোগে বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা পশ্চিম জোনের অধিনায়ক আম্বার হোসেনের কাছে জানতে চাইলে তিনি “আজকের কাগজকে” বলেন, ‘আমি কোন অনিয়মের সাথে জড়িত নই’। ‘আমার উর্ধ্বতন কর্মকর্তারা আমার কর্মকান্তুর বিষয়ে সব কিছুই ভাল যানে’। অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।
জোনের অধিনায়ক আম্বার হোসেনের নানা অনিয়মের বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি সাথে টেলিফোনে একাধীকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। আম্বার হোসেনের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের বিস্তারিত তথ্য নিয়ে আগামী পর্বের প্রতিবেদন দেখুন।
Leave a Reply