২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মুহিদুল ইসলাম শুভ চবি প্রতিনিধি:
আনসার বাহিনী কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহকে অবরুদ্ধ করে রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গতকাল রাত দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ প্রধান ফটকের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে আনসার সদস্যদের অযৌক্তিক দাবি এবং অরাজকতার বিরুদ্ধে হুশিয়ারি বাক্য উচ্চারণ করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক ৫৪০ টাকা চুক্তিতে কাজ করেন। এছাড়া বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য রেশন সুবিধা বরাদ্দ থাকে। তারা এখন স্থায়ী নিয়োগ এবং জাতীয়করণ চান। এর জের ধরে গত কয়েকদিন যাবৎ আনসার সদস্যরা কর্মবিরতি এবং আন্দোলন করে আসছে। রোববার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। তারপর বিকেল ৩ টার পর আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও শুরু করেন।রাত ১০টা পর্যন্ত তারা সচিবালয় ঘেরাও করে রাখে আনসার সদস্যরা।হাসনাত আব্দুল্লাহকে অবরুদ্ধ করা রাখার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্টানের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়। অবশেষে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের তোপে পড়ে আনসার সদস্যরা সচিবালয় এলাকা ছাড়তে বাধ্য হয়।
Leave a Reply