1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  3. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
আবেদনময়ী হওয়ায় সিনেমা থেকে বাদ! - দৈনিক সবুজ বাংলাদেশ

৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:৪৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
আবেদনময়ী হওয়ায় সিনেমা থেকে বাদ!

আবেদনময়ী হওয়ায় সিনেমা থেকে বাদ!

স্টাফ রিপোর্টার॥
প্রায় বিশ বছর ধরে হলিউডের কমেডি সিনেমায় অভিনয় করতে সমস্যা হচ্ছে সালমা হায়েকের। অতিরিক্তি আবেদনময়ী হওয়ায় সিনেমা থেকে বাদ পড়তেন এ হলিউড অভিনেত্রী! সম্প্রতি দেওয়া এক নতুন সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি নিজেই।

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, নির্মাতারা এই জনরার তুলনায় অতিরিক্ত আবেদনময়ী মনে করতেন তাকে!

যদিও ১৯৯৭ সালের ‘ফুলস রাশ ইন’ এবং ‘ব্রেকিং আপ’-এর মতো রোমান্টিক কমেডিতে অভিনয় করেছেন হায়েক। তবে তিনি দাবি করেন, এরপর তাকে আর সেভাবে কমেডি চলচ্চিত্রে কাজ করতে দেওয়া হয়নি। ২০১০ এর ‘গ্রোন-আপ’-এর আগ পর্যন্ত তিনি কোনো ক্লাসিক কমেডি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাননি তিনি। এরপর অ্যাডাম স্যান্ডলারের মাধ্যমে কমেডিতে নিজেকে মেলে ধরার সুযোগ পান হায়েক। এ জন্য স্যান্ডলারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে সালমা হায়েক বলেন, “আমি দীর্ঘদিন ধরে টাইপকাস্ট ছিলাম। আমার পুরো জীবন ধরে আমি কমেডি করতে চেয়েছিলাম কিন্তু নির্মাতারা আমাকে কমেডি দেয়নি। অ্যাডাম স্যান্ডলারের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি কোনো কমেডি ভূমিকায় নিজেকে মেলে ধরতে পারিনি। এরপর ২০১০ সালে ‘গ্রোন-আপ’ চলচ্চিত্রে সুযোগ দেন অ্যাডাম স্যান্ডলার। কিন্তু আমি তখন চল্লিশের কোঠায়!”

কমেডি চলচ্চিত্র না পাওয়ার কারণ হিসেবে সালমা হায়েক বলেন, ‘নির্মাতারা বলতেন, তুমি সেক্সি। তাই তোমার হাস্যরসের অভিনয় করা উচিত নয়। এই জনরার তুলনায় তুমি অতিরিক্ত আবেদনময়ী!’

কমেডিতে অভিনয়ের সুযোগ না পাওয়া তাকে হতাশ করেছিল কি না, সে বিষয়ে কথা বলতে গিয়ে হায়েক বলেন, ‘আমি তখন কষ্ট পেতাম। কারণ আমি কমেডি ঘরানার অভিনয় পছন্দ করি। অথচ আমি সেই জায়গাটা পাচ্ছিলাম না। আমি অনেক ভালোমানের চলচ্চিত্রের অংশ হতে পেরেছি, তবে মনের মধ্যে সব সময় একটা আক্ষেপ থেকে যেত। কিন্তু এখন আমি প্রতিটি ঘরানার কাজ করছি। আমি ফুরিয়ে যাইনি। আমি আসলে কারো ওপরে রাগ করি না। হাসিখুশি থাকি। যা কিছু পেয়েছি জীবনে, যথেষ্ট মনে করি।’

সালমা হায়েককে আগামীতে দেখা যাবে স্টিভেন সোডারবার্গের ‘ম্যাজিক মাইকের লাস্ট ড্যান্স’ চলচ্চিত্রে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চ্যানিং ট্যাটাম, জুলিয়েট মোটামেড, ম্যাথু ম্যাকনাহে ও কেটলিন জেরার্ড। সিনেমাটি ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »
error: Content is protected !!