১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১১:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
এ প্রজন্মের তরুণ প্রতিশ্রুতিশীল গীতিকার ও সুরকার আরাফাত রাদিন। ইতিমধ্যে অনেকগুলো গান লিখেছেন যা বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। শিল্পীদের কণ্ঠে সেসব গানের কথা শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে।এর ধারাবাহিকতায় আবারও আরাফাত রাদিনের নতুন লেখা ও সুরে রোমান্টিক ধাঁচের একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রাবনী সায়ন্তনী। গানটির মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন।গান প্রসঙ্গে আরাফাত রাদিন বলেন, ‘অনেক গান লেখা হয়েছে আমার। তবে শ্রাবনী সায়ন্তনীর জন্য লেখা গানটা আমার দৃষ্টিতে চমৎকার একটি কাজ। আশা করি গানটি সবার মন জয় করবে’।গীতিকার আরও বলেন, গানটির রেকর্ডিংয়ের সময় দুই ঘন্টা বিদ্যুৎ ছিল না। দুই ঘন্টা অপেক্ষার পর বিদ্যুৎ আসে। তারপর কাজটা শুরু করা হয়। ওই সময় আমার মনে হয়েছে এই গানটি একটু ব্যতিক্রম সাড়া ফেলবে। আর গানটির শিরোনামও যেহেতু ‘ভালোবাসি তোমায়’। ‘ভালোবাসি তোমায়’ শিরোনামের মিউজিক ভিডিওটি শিগগিরই একটু ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান এই গীতিকার।
Leave a Reply