১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:২৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিনোদন ডেস্ক:
করোনা মহামারির সময়ে দুর্নীতির কারনে প্রথম আলোচনায়-সমালোচনায় এসেছিলেন ডা. সাবরিনা। খেটেছেন জেলও। এরপরও বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডে এসেছেন আলোচনায়। তবে সব ছাপিয়ে এবার লাইমলাইটে এসেছেন সাবরিনা। সমালোচিত এই ডাক্তার এবার নাম লেখাতে চলেছেন অভিনয়ে। সম্প্রতি তারকা অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে ‘অভিমানে তুমি’ শিরোনামে একটি নাটকে জুটি বেঁধে শোবিজে আগমন ঘটেছে তার।
যদিও এটি তার প্রথম অভিনয় নয়। প্রায় পনেরো বছর আগে জনপ্রিয় মডেল, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। পরবর্তীতে পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি। অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে।
জানা যায়, ‘অভিমানে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন এসকে শুভ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ সমাপ্ত করেছেন তিনি।
ক্যারিয়ারের নতুন এ যাত্রা প্রসঙ্গে ডা. সাবিরনা বলেন, ‘আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন।’
এ প্রসঙ্গে সাবরিনা আরও বলেন, ‘আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালোলাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিং এ জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি।’
শিঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে মতামত ব্যক্ত করেছেন নাটকটির নির্মাতা।
সবা:স:সু-১৮০/২৪
Leave a Reply