২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । বিকাল ৩:৩৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সুমা আক্তার:
এম এইচ মুন্না প্রযোজিত ‘বিয়ে পাগল বুলবুল’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন, শেখ নাসির উদ্দীন।
নাটকটি ১৫ জুলাই রোজ সোমবার দুপুর ২ টায় MH Munna Production এর ইউটিউবে চ্যানেলে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যায় বুলবুল বিয়ে পাগল বারবার পাত্রী দেখতে গিয়েও নানান বিপত্তির সম্মুখে পড়েন।
বুলবুলের জন্য পাত্রী দেখতে গিয়ে বন্ধু নাসির আর রবিনের বিপত্তিরও যেনো শেষ নেই। পাত্রী দেখতে গিয়েই বুলবুলের পাগলামিতে পাত্রীদের বাড়িতে নানান ঝামেলা সৃষ্টি করে বুলবুল পরে দুই বন্ধুর সহযোগিতায় বেঁচে ফিরলেও থেমে থাকেনা বুলবুলের পাত্রী দেখা মিশন।
শেষমেশ নাসির রবিন সীদ্ধান্ত নেয় এই বিয়ে পাগলকে নিয়ে পাত্রী দেখা অসম্ভব কিন্তু শেষে বিয়ে পাগল বুলবুলের পাগলামি গড়ায় গ্রাম্য বিচার পর্যন্ত। এদিকে বুলবুল বিয়ে পাগল হলেও তার বড় ভাই ভবের পাগল। সবমিলিয়ে কমেডি নির্ভর এই নাটকটিতে দর্শক আলাদা আনন্দ পাবে এমনটাই প্রত্যাশা করছেন নাটকটির প্রযোজক এম এইচ মুন্না। এতে অভিনয় করেছেন এম এইচ মুন্না, জুই, নাসির উদ্দীন, ফারজানা ববি, সুমন আহমেদ বাবু, রবিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply