১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১০:০০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
তরিকুল ইসলাম॥দলীয় প্রতিক নমিনেশন সিস্টেস হওয়ায় প্রার্থী ভোটারের সেতুবন্ধনে রুগ্নতা দেখা যায়। ইউপি নির্বাচনে আগের সেই উচ্ছ্বাস প্রাণবন্ততার স্পর্শ নেই। নেই পছন্দের প্রার্থীর পক্ষে পাড়া মহল্লা, বাজার ঘাটের চা’র দোকানে চায়ের কাপে ঝড় তোলা। দেখা যায়না অলিগলিতে ঝোপঝাড়ের আশপাশে ফিসফিস কান কথার নীরব আওয়াজ।প্রার্থীরা ব্যস্ত তৈল মর্দন আর লেয়াজু মেইনটেইন নিয়ে।এই সময় ব্যতিক্রম এক চেয়ারম্যান পদপ্রার্থী নড়াইল জেলা নড়াগতী থানার জয়নগর ইউনিয়নের সুযোগ্য কৃতি সন্তান বাহারুল চৌধুরী। অন্য প্রার্থীরা দলীয় প্রতিকের আশায় ব্যস্ত সময় পার করছে। সেই সময় বাহারুল চৌধুরী ইউনিয়ন বাসীর সুখ দুঃখ কান্নার সাথী। জয়নগর ইউনিয়নের আপামর জনতার বিশ্বাস ও ভালবাসার আশ্রয়স্থল, যুব সমাজের আয়কন।প্রবাসী বাহারুল চৌধুরীর কাছে চেয়ারম্যান হতে চান কেন জানতে চাইলে, তিনি বলেন-আমি দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করছি। বাড়িতে ছুটিতে গেলে অনেক নির্যাতিত নিপিড়িত মানুষের কান্না, অভিযোগ শুনতে হয়েছে। ক্ষমতা ইচ্ছা শক্তি থাকতেও পারিনি তাদের পাশে দাড়াতে। কাছের প্রিয়জনরা বুঝ দিয়েছে, ক মাসের জন্য বাড়িতে এসে ঝুটঝামেলার সাথে না জড়ানো ভালো। মামলা হামলার শিকার হবি।তুই যাওয়ার পর ওদের দেখবে কে… প্রবাস জীবন শেষ করে আয় তখন দেখা যাবে।আমি চেয়ারম্যান হলে প্রথমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করবো। জয়নগর ইউনিয়নবাসীকে ন্যায় এবং সততা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখাবো। অন্যায় অপরাধ শক্তহাতে দমন করবো। আমি আমার ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করবো। আমি চেয়ারম্যান না জয়নগর ইউনিয়নের মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই।এ যেন “প্রাণহীন ভোটে প্রাণবন্ত প্রার্থী বাহারুল চৌধুরী”।
Leave a Reply