১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:১৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রেখা খাতুন, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ চলবে। শিক্ষক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। পরে ১০ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। একইদিনে দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নম্বর কক্ষ) মনোনয়নপত্র বাছাই করে ১৫টি পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে একজন সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচনের বিষয়ে রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচন সু্ষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।’
Leave a Reply