৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:০২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে নির্বাচন কমিশন নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
তিনি জানান, ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প সম্মতি দিয়েছে ইসি। নতুন প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভায় এ প্রকল্পের সম্মতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছি।
করোনা আক্রান্ত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বৈঠকের পর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করার সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এজন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। মোট ২ লাখ ইভিএম কেনা হবে। ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতের জন্য এই অর্থ ধরা হয়েছে।
তিনি আরও জানান, এখন এই প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তারা অনুমোদন করবে কী করবে না এটা তাদের বিষয়।
Leave a Reply