৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:০৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশের ঋণ প্রদানে অনিয়মের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মনিরুল মওলাকে তলব করে ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় ইসলামী ব্যাংকের এমডি গভর্নরের সঙ্গে দেখা করেছেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল কথিত ঋণ অনিয়মের বিষয়ে খোঁজখবর নিতে ইসলামী ব্যাংক পরিদর্শন করেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ঋণ বিতরণের এই ইস্যুটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং এবং অর্থ বিভাগও কেন্দ্রীয় ব্যাংকে বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের এমডিকে বরখাস্ত করা হতে পারে।
তবে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলার মন্তব্য জানা সম্ভব হয়নি।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের আগে গত রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করার জন্য ব্যাংকিং ও অর্থ বিভাগকে নির্দেশ দেন।
ইসলামী ব্যাংক নামসর্বস্ব কয়েকটি কোম্পানিকে কয়েক হাজার কোটি টাকার ঋণ দিয়েছে- এমন একটি সংবাদ দেশের শীর্ষ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তার পরিপ্রেক্ষিতেই মোহাম্মদ মনিরুল মওলাকে তলব করে বাংলাদেশ ব্যাংক।
Leave a Reply