১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
কক্সবাজার প্রতিনিধি।মো আলম কক্সবাজার:
জেলায় উখিয়ায় দুটি ক্যাম্পে অভিযান চালিয়ে পাচঁ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮-এপিবিএন সদস্যরা। তারা সবাই রোহিঙ্গা মো. জসিম হত্যার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
শনিবার (২৭ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক।
এর আগে, ২৬ অক্টোবর উখিয়া ক্যাম্প-১০ এর মো. জসিম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন নিহতের মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন মো. একরাম উল্লাহ (৩০), মো. শাকের (৩৮), মো. জাবের (২৩), নুরুল আমিন (২৭), আমির হোসেন (১৯)। এরা সবাই উখিয়া ৯-১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. ফারুক জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের ক্যাম্পে অবস্থানের খবরে তিনিসহ পুলিশের একটি দল ক্যাম্প ৯ ও ১০-এ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই পাচঁ রোহিঙ্গা অপরাধীকে গ্রেপ্তার করা হয়। যাচাই-বাছাই করে জানা যায় তারা সবাই জসিম হত্যার মামলার পলাতক আসামি। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশের কর্মকর্তা।
Leave a Reply