৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:০৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
-আকাশমণি-
উচ্ছিষ্ট শুন্য ডাস্টবিন
কাকদের করুন বিভৎস কা কা শব্দে
ভূতুড়ে শহর নগর জনপদ।
আকাশে দলবেঁধে শকুনের দল…
হাহাকার চাঁপাকান্না অজানা আতঙ্কে মানুষ।
ক্ষুধার তীব্র নেশায় মাতাল…
সম্পর্কের বাঁধন দেওয়া নেওয়ায় আসক্ত
প্রয়োজনের তাগিদে আপন হওয়ার ভান।
বিড়ির দামে বেঁচা-কেনা মানুষ জীবন!
একশ্রেণী মাসিকের রক্ত চেটেপুটে ফুলেফেঁপে কলাগাছ।
সুরা নারী দেহে বুদ হয়ে বিকৃত জীবন যাপন
ক্ষুধার যন্ত্রণায় পৃথিবীর কাঁপন চোখে পড়ে না।
মেয়েরা একমুঠো ভাতের আশায়
প্রকাশ্যে ইজ্জত বিক্রি করে
বেঁচে থাকার বৃথা চেষ্টা…
কঙ্কালসার দেহে নারী গর্ভবতী
অলিগলিতে কুকুরের মহড়া ভূমিষ্ট শিশুদের খেতে।
ভাগাড়ে মানুষ দেহের স্তুপ…
স্রষ্টা কাঠের চশমা পড়ে ঘুমিয়ে গেছে
নির্যাতিত নিপিড়ীত শোষিত মানুষের দৃঢ় বিশ্বাস।
উচ্ছিষ্ট শুন্য ডাস্টবিন
কাকদের করুন বিভৎস কা কা শব্দে
ভূতুড়ে শহর নগর জনপদ।
Leave a Reply