৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:২০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল,পঞ্চগড়,প্রতিনিধ:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪৩ মামলার আসামী ও উত্তরবঙ্গের আন্ত:জেলা চোর চক্রের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার বেলা ১২টায় উপজেলার পামুলি ইউনিয়নের মাস্টারপাড়া থেকে ইসমাইল আলী নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল আলীকেও এই সময় গ্রেফতার করা হয়। তারা দুইজনই চোর চক্রের সদস্য।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তর হাজরাডাঙ্গা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। এবং ইসমাইল আলী দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার নবান আলীর ছেলে। আব্দুর রাজ্জাক রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে সাময়িক বহিষ্কার অবস্থায় রয়েছেন। তিনি দীর্ঘ দিন থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত আছেন।
দেবীগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি দেবীগঞ্জে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ বেড়ে যাওয়ায় দেবীগঞ্জ থানা পুলিশ অনুসন্ধান শুরু করে। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার আব্দুর রাজ্জাকের অবস্থান চিহ্নিত করা হয়।
Leave a Reply