৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:২৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
জুয়েল রানা:
বর্তমান সরকারকে জালিম আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ক্ষমতার মসনদ থেকে এদের নামাতে না পারলে এই দেশ বিশ্ব দরবারে উপহাসের পাত্রে পরিণত হবে। নির্বাচন হবে না এবং নির্বাচন হওয়ার কোনো কারণও নেই। যুক্তরাষ্ট্র কি আসছে আমাদের আন্দোলন দেখতে! বিত্তবান ভদ্রলোক থেকে শুরু করে রিকশাচালকও খোঁজ নেয়, এই সরকার বিদায় নিচ্ছে কবে। তাই এদের (বর্তমান সরকার) বিদায় করা ছাড়া আর কোনো পথ নেই’।
সোমবার (৯ অক্টোবর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
দুদু বলেন, ‘আমাদের নেত্রীকে (বেগম খালেদা জিয়া) এই রাষ্ট্রকে বাঁচাতে হলে বর্তমান সরকার প্রধানকে পদত্যাগে বাধ্য করতে হবে।’
তিনি এ সময় বলেন, ‘প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সম্বন্ধে যে মন্তব্য করেছেন, সভ্য ভব্য দেশ হলে তিনি পদত্যাগ করতেন। কিন্তু এটা তো সভ্য দেশ নয়। একটা অসভ্য জাতি হিসেবে সারাবিশ্বে অসভ্য প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। তার বিরুদ্ধে শুধু কথা বললেই মামলা ঠুকে দেওয়া হয়। অথচ যিনি সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন তার বিরুদ্ধে কোনো জায়গায়ই মামলা করা সম্ভব নয়।’
দলটির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘যেভাবে উঠে দাঁড়ানোর দরকার ছিল, যেভাবে প্রতিবাদ করার দরকার ছিল, যেভাবে আঘাত করার দরকার ছিল, ছাত্র, তরুণ, শ্রমিক, একটা মানুষও আমরা সেভাবে উঠে দাঁড়াতে পারি নাই।’
দুদু বলেন, ‘মিছিল করেছি, রোডমার্চ করেছি, সমাবেশ করেছি। কিন্তু আঘাত করার দরকার ছিল এই ব্যর্থ শাসকদের বিরুদ্ধে।’
ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ‘আর কত অপেক্ষা করব! কার নির্দেশনা চাইবো! এখনও কেন এই জালিমরা ক্ষমতায়! দানবরা ক্ষমতায়! লজ্জায় মনে হয়, পঞ্চাশ বছরের রাজনীতি আমাদের বৃথা গেল।
Leave a Reply