২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ২:৩২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ড. ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে মামলার খরচ জুগিয়েছেন এনআরবি ব্যাংকের দুই পরিচালক জামিল ইকবাল ও জাহে ইকবাল। এই শিরোনামে গত মঙ্গলবার ‘আজকের সংবাদ’ পত্রিকার অনলাইনে একটি সংবাদ প্রকাশীত হয়। যার প্রেক্ষিতে পরিমল ধর নামে এক ব্যক্তি পুলিশের ঊর্ধতন কর্মকর্তারে সঙ্গে নিজের বিশেষ সম্পর্ক রয়েছে এবং আলোচিত দুই পরিচালকের তিনি প্রতিনিধি দাবি করে মোবাইল ফোনে আজকের সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম সাইফ আলীকে হত্যার হুমকি দেন। তিনি আওয়ামী ঘরানার প্রভাবশালী কয়েকজন সাংবােিকর নাম উল্লেখ করে তারে নিয়মিত অর্থ দিয়ে থাকেন ঈঙ্গিত করে তার সঙ্গে তারে গভীর সম্পর্ক রয়েছে বলেও জানান। পাশপাশি সংবাদ প্রকাশের জের ধরে এই প্রতিবেদকের নামে মানহানি ও চাঁদাবাজির মামলা দেয়ারও হুমকি দেন তিনি।
গত ৮ নভেম্বর অন্তবর্তী সরকার প্রধান উপষ্টো ড. মুহাম্ম ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি দায়ের করেন আওয়ামী লীগের প্রথম সারির নেতা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ওই অভিযোগ দায়েরের ইন্ধনদাতা হিসেবে এবং এর পেছনে অর্থের যোগানদাতা ছিলেন রয়েল ফ্যামিলির ঘনিষ্ঠজন ও আওয়ামী লীগ সরকারের ডোনার এনআরবি ব্যাংকের দুই পরিচালক মো. জাহিদ ইকবাল ও মো. জামিল ইকবাল। এছাড়াও, এই দুই সহোদরের বিরুদ্ধে দুর্নীতি ও বিদেশে টাকা পাচারসহ নানা দুর্নীতির বিষয় উল্লেখ করে গত ১১ নভেম্বের প্রধান উপদেষ্টা বরাবর একটি অভিযোগ েিয়ছেন গাজী সিরাজুল ইসলাম নামের এক আইনজীবি। এই বিষয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরেই সাংবাদিক এস এম সাইফ আলীকে হত্যার হুমকি দেয়া হয়।
এরই মধ্যে সাংবাদিক এস এম সাইফ আলী ও তার পরিবারের সদস্যরা নিরপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করে নিন্দা জানিয়ে আসছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। বিষয়টির নিয়ে আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছেন অনেকেই।
জানতে চাইলে পরিমল ধর মুঠোফোনে আজকের সংবাদকে বলেন, তিনি কাউকে হুমকি দেননি। যদিও ওই হত্যার হুমকি ও ভয় ভীতি দেখানোর অডিও রেকর্ড আজকের সংবাদের কাছে রয়েছে।
Leave a Reply