১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:১৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
এম এইচ মুন্না, একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা, যিনি সম্প্রতি তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ২০১২ সালে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও, ২০২৩ সালে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন। নিজের প্রযোজনা সংস্থা MH Munna Production থেকে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া নাটক
এম এইচ মুন্নার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকগুলো যেমন: সাইকো,বেকুব জামাই,বিয়ে পাগল বুলবুল,চুরি করা বউ,হাবু চোর,মতিনের ফেসবুক প্রেম,মিথ্যুক এই নাটকগুলোতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি নাটকে নিজস্ব স্টাইল ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে তার অভিনেত্রী মেগা ধারাবাহিক নাটক ‘মহা নায়ক’ সপ্তাহে দু’দিন রবিবার ও সোমবার রাত সাড়ে নয়টায় প্রচার হচ্ছে।
আগত নাটক
মুন্না বর্তমানে বেশ কিছু নতুন নাটকের পরিকল্পনায় ব্যস্ত। আসন্ন নাটকগুলোর মধ্যে রয়েছে:
সৎ অফিসার
বাপ ব্যাটার এক প্রেমিকা
বরিশালের আঞ্চলিক ভাষায় একটি নাটক
কুয়াকাটার সৌন্দর্যকে কেন্দ্র করে দুইটি কমেডি নাটক
প্রতিটি নাটকে তিনি গল্পের মাধ্যমে বিনোদন ও জীবনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তাঁর কমেডি নাটকগুলোতে হাস্যরস এবং মানবিক গল্পের সমন্বয় দেখতে পাওয়া যায়, যা পরিবার-পরিজন নিয়ে উপভোগ করার মতো।
লক্ষ্যে এগিয়ে চলা
মুন্না অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাঁর অভিনয়ের অনুপ্রেরণা মোশাররফ করিমের মতো কিংবদন্তি শিল্পীরা হলেও তিনি নিজের পরিচয় আলাদাভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।
টেলিভিশন ও ইউটিউবের মাধ্যমে এম এইচ মুন্নার নাটকগুলো দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। তার নির্মাণ এবং অভিনয় প্রতিভা একদিন তাকে দেশের অন্যতম সেরা অভিনেতার কাতারে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের।
Leave a Reply