১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
জীবনে একটি নতুন অভিঙ্গতা হল। যা আগে অনেক শুনেছি কিন্তু বাস্তবতা কখনও দেখিনি। গতকাল একটি হোটেলে আমাদেও সাংগঠনিক মিটিং ছিল। আমরা হোটেলের এক পাশে একটি বেজমেন্ট নিয়েছিলাম। পুরো হোটেলে ছোট ছোট রুম করা।সেখানে দেওয়া আছে দুই সিটের উঁচু উঁচু চেয়ার সামনে একটি ছোট্ট ডাইনিং টেবিল।
কপোত কপোতিরা জোড়ায় জোড়ায় আসছে আর দুইটি চেয়ার একটি টেবিল দখল করে বসেছে। চেয়ারের পেছন থেকে দেখলে কাউকেই খুজে পাবেন না। কিছুক্ষনের জন্য তারা এখানে আসে, কিছু খায় আর যতক্ষন এখানে থাকে একজন আরেকজনের শরিরের সাথে মিলে মিশে থাকে। এরা সকলেই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।
এই ছেলে-মেয়ে গুলো যা করছে সমস্ত দায়ভার পিতামাতার ওপর বর্তাবে।
সাধারনত ছেলেরা সেক্ষয়ালি অ্যাডাল্ট হয় ১৫-১৭ এর মধ্যেই। মেয়েরা ১৫ এর আগেই। সেখানে আমাদের দেশে মেয়েদের বিয়ের বয়স ১৮ আর ছেলেদেও ২১ বছর। কিন্তু সিস্টেম আবার অন্যরকম। ছেলেদেও চাকরির বয়স ৩২ বছর। গ্রাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর। গড় আয়ু যদি হয় ৬৫ তাহলে ৩২ বছর বয়স পর্যন্ত সে অন্যেও উপর ডিপেন্ডেড। এরপর সাবলম্বি হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।
যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হইল ১৭ তে, সে বিয়ে করলো আরো ১৫ বছর পর। এই ১৫ বছর সে কি করবে? পাড়ায় যাবে না? ঈার্কেও চিপায় প্রেমিকার শরিরে হাত দিবে না? দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে? বোথ ফর বয়েজ অর গার্লস? লজিক্যালি কতটুকু পসিবল? একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছর আগের ক্ষুধা মিটানোর জন্য? আমরা জীব, পাথর না। আমাদেও ফিজিক্যালি চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে ? আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে। অপেক্ষা করেনা বলেই এই দেশে প্রাইভেট রেস্টুরেন্ট এ প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরিওয়ালা ছোট ছোট ঘর লাগে। পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে।
(কালেক্টড)
সবা:স:সুু-৭২/২৪
Leave a Reply