১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:৩৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
জাহিদ হাসানঃ
রাজধানী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অধীনস্থ কদমতলী থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃফজু তার সকল এলাকা জুরে মায়ার বাধনে সবাইকে জড়িয়ে আপন করে নিয়েছেন আর এ কারনে কিছু কুলাঙ্গার তার সেই জনপ্রিয়তাকে সয্য করতে না পেরে অপপ্রচার চালাচ্ছে এমন কি মিথ্যা তথ্যদিয়ে ভুইফোড় অনলাইনে কথিত সংবাদ প্রচার করছে।
সূত্রে জানাযায় কদমতলী থানাধীন শ্যামপুর ঢাকা ম্যাচ শিল্প এলাকায় প্রায় ১৫০ টির বেশি বিভিন্ন ধরনের ফ্যাক্টরী রয়েছে যার প্রায় সকল কারখানা শ্রমিকদের তিনি সাধ্যমতো সাহায্য ও সহযোগিকা করে থাকেন। তিনি ফ্যাক্টরীর জুট গরদা ও বিভিন্ন ধরনের অয়েষ্টেজ হওয়া মালামাল বাজারের নির্ধারিত মূল্যের দিয়ে সংরক্ষণ করে এবং এলাকায় অবস্থিত । ঢাকা ম্যাচ ও রেললাইনের পাশে জায়গায় দোকান করে ভাড়া দিচ্ছে ফ্রীতে যাতে করে গরীব মানুষ কিছু করে জীবন চালাতে পারে এ সকল কার্যক্রমের মুল সবার প্রিয় বর্তমান ক্ষমতাশীল দলের কদমতলী থানা আওয়ামী লীগ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃফজু পিষ্ঠ পোষাক হয়ে কাজ করছে ।
বিনে ভাড়ায় দোকান দিচ্ছে, মোঃমানিক সাবেক সাধারণ সম্পাদক শ্যামপুর ইউনিয়ন ছাএ লীগ কমিটির মোঃ জুলহাস ভাংঙ্গারী ব্যাবসায়িক যার মাধ্যমে ফজু এলাকার ঢাকা ম্যাচ কলনিতে প্রায় ৭০/৮০ টি ঘর তুলে সাধারন মানুষকে তারা বসবাসের বংবস্থা মাধ্যম করছে এজন্য সবার প্রিয় তারা।
Leave a Reply