১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:০১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোহাম্মদ সেকান্দর তুহিন হাটহাজারীঃ
এক মাস পরেই কানাডায় পাড়ি জমানোর কথা ছিল মোস্তফা মাসুদ রাকিবের। সব কিছু গোছগাছও শেষ পর্যায়ে। কিন্তু শুক্রবারের দুর্ঘটনা সব শেষ করে দিল। নানার বাড়ি থেকে কানাডায় যেতে না পারলেও চলে গেলেন পারিবারিক কবরস্থানে। তার বাড়ি শিকারপুর ইউনিয়নের পূর্ব শিকারপুর মুছা মেম্বারের বাড়িতে। বাবা মোতাহের হোসেন খাঁন প্রকাশ আব্দুল হালিম। শুক্রবার সকাল সাতটার দিকে মামা ওয়াহিদুল আলম জিসানের সাথে যুগিরহাট কোচিং সেন্টার আর এন্ড জে থেকে মিরসরাই খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে মামা জিসানসহ দুর্ঘটনায় নিহত হন। পরিবারের দুইজনকে হারিয়ে পরিবারের অনেকেই মানসিকভাবে বিপর্যস্থ বলে জানান নিহত জিসানের বড় ভাই মোঃ এমরান। জিসান উপজেলার চিকনদন্ডী আজিজ মেম্বার বাড়ির মোঃ জানে আলমের ছেলে। জিসান কোচিং সোন্টারে শিক্ষকতার পাশাপাশি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরী করতেন।
Leave a Reply