১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:৫৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বাবুল রহমান রবিন:গাইবান্ধা জেলা প্রতিনিধি:
আগামনী বার্তা দিচ্ছে শীত ঋতু বৈচিত্র্যের কারণে ভোরে শীতের সঙ্গে দেখাও মিলছে ঘন কুয়াশার ভোরের কুয়াশায় গাইবান্ধায় শীত অনুভুত হচ্ছে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত কুয়াশার দেখা মিলছে।
ধানের পাতায়, ঘাসের ডগায় জমতে শুরু করেছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।
সকালের রোদে মিষ্টি ভাব বার্তা দিয়ে যায়, প্রকৃতিতে শীত এলো বলে শরৎ শেষে হেমন্ত নামছে এরপরেই শীতকাল। কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা উত্তরঅঞ্চলের জেলা গুলোতে এরইমধ্যে দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশা।
তবে গ্রামাঞ্চলেও দিনভর আবহাওয়া অনেকটা গরমই থাকছে। দিনশেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা।শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন এলাকার এক প্রবীন বলেন, হঠাৎ করেই আজ সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। নামাজ শেষে হাঁটতে বের হই। প্রকৃতিতে নতুন কুয়াশা দেখে ভালোই লেগেছে। এই কুয়াশায় জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।
গাইবান্ধা পুরাতন বাজারের বিভিন্ন পাইকারি সবজি বাজারের ব্যবসায়ীরা বলেন, কুয়াশা বেশি হলেও খুব বেশি শীত পড়েনি। আর বেলা ১০ টার পর থেকে হালকা গরম লাগে।
Leave a Reply