1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  3. mahtabur0@gmail.com : Daily Sobuj Bangladsesh : Daily Sobuj Bangladsesh
  4. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? - দৈনিক সবুজ বাংলাদেশ

২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১০:০৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া?

কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া?

স্টাফ রিপোর্টার:

ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে একজন শবনম ফারিয়া। র্নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। সমকালীন নানা বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। ফলে মাঝে মাঝে নেটিজেনদের নোংরা মন্তব্যের শিকার হন এই অভিনেত্রী। এবার এক যুবকের আপত্তিকর মন্তব্য প্রকাশ্যে আনলেন ফারিয়া।

সম্প্রতি একটি অনুষ্ঠানের একমঞ্চে হাজির হন ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে অভিনেত্রীদের। এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, “আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।”

শবনম ফারিয়ার সরল স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপের কমেন্ট বক্সে আপত্তিকর মন্তব্য করেন এক যুবক; যা অভিনেত্রীসহ নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ফেসবুকে একটি পোস্ট দেন শবনম ফারিয়া। এ পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরেন এই নায়িকা।

দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া বলেন, “আমরা অনেক দিন পর খুব সুন্দর একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখানকার একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো। যেহেতু তাসকিন আর আমি পূর্বপরিচিত, একেবারেই খুনসুটি থেকে বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছেন।”

প্রশ্ন ছুড়ে দিয়ে শবনম ফারিয়া বলেন, “আচ্ছা, একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন পতিতা মনে হবে? পতিতা মানে কী বোঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে। কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অব‍গত?”

নেটিজেনদের এ ধরনের মন্তব্য প্রায়ই এড়িয়ে যান। কিন্তু সবসময়ই কেন এড়িয়ে যাবেন, সেই প্রশ্ন রেখে শবনম ফারিয়া বলেন, “আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশির ভাগ সময় ইগনোর করতে হয়। কিন্তু কেন ইগনোর করব? শুধু আপনার হাতে একটা মোবাইল ফোন আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে, যে জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন, সবাইকেই যৌনকর্মী মনে হয়?”

বিস্ময় প্রকাশ করে শবনম ফারিয়া বলেন, “দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কীভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করেন। এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক।”

শবনম ফারিয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে আপত্তিকর মন্তব্যকারী ওই যুবকের কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। একইসঙ্গে অনেকে ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »