১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:০০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
শাহ আলম:
কেরানীগঞ্জে রাস্তার পাশে ফেলে রাখা একটি ট্রাঙ্কের (সুটকেসের) ভিতর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা বোটঘাট এলাকায় সেতুর পাশে তালাবদ্ধ ট্রাঙ্কে গতকাল লাশটি পাওয়া যায়। পরনে ছিল নীল রঙয়ের ট্রাউজার। এলাকাবাসী জানায়, জাজিরা বোটঘাট এলাকার ব্রিজের পাশে গতকাল সকালে একটি টিনের ট্রাঙ্ক পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের সন্দেহ হলে থানায় জানান এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে লাশ উদ্ধার করে। জাজিরা পুলিশ ফাঁড়ির এসআই আল-মামুন জানান, স্থানীয় নজরুল নামের ব্যক্তির ফোন পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুন অর রশীদ বলেন, এ ঘটনায় পুলিশ থানায় মামলা করেছে।
Leave a Reply