২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৯:৪০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন রায়েরচর এলাকার সনামধন্য রায়ের চর জামে মসজিদের ঈদগাহ মাঠের ভিত্তি পুস্তক উদ্বোধন করেন বেরিস্টার ইরফান ইবনে আমান অমি।
ইবনে আমান ইরফান উপস্থিত হয়ে মোনাজাত সেষ করেন পরে তিনি ঈদগাহ মাঠের নির্ধারিত স্থানে দারিয়ে মাটি কাটার ভেকু বন্ধ করে নিজ হাতে কোদাল নিয়ে মুরুব্বিদেরকে সাথে নিয়ে বিসমিল্লাহ বলে মাটি কেটে শুভ উদ্বোধন করবেন। পরে তিনি সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনে করেন।এলাকার গন্যমান্য ব্যক্তির মদ্ধে মোমিন নামের তিনি বলেন ১৪ মার্চ শুক্রবার বাদ আছর দীর্ঘ ৫১ বছর অপেক্ষার পর রায়ের চর বাসীর মনের আকাংখার সুফল ঈদগাহ মাঠ, নামাজ পরবে সেই মাঠ সকলের কাম্য ছিলো। আজ সেই আসা পুরন হলো সকলের। সাংবাদিকের সামনে এলাকাবাসীরা এমন কথা বলে খুশিতে উল্লাস করতে থাকেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ লড়াকু সৈনিক জনাব বেরিস্টার ইরফান ইবনে অমি ও
মোতাওয়াল্লী মোঃ জুয়োল হোসেন স্থায়ী পদ, মোঃ মাসুদ রানা জয়েন্ট সেক্রেটারী যুবদল ঢাকা জেলা, সভাপতি রায়ের চর জামে মসজিদ।
সেক্রেটারী ইমদাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি সালেহ উদ্দিন আহমেদ, সহ সভাপতি আবু সাঈদ,যুগ্ম সম্পাদক জানে আলম সুমন, সহ সাধারন সম্পাদক কামরুল হাসান ও জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক মোঃ শাহদাত হোসেন এনায়েত, সহ দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,
প্রচার সম্পাদক হাফেজ মোবারক হোসেন। এবং উপস্থিত ছিলেন মোঃ জসিম সভাপতি ৪নং ওয়ার্ড যুবদল শাক্তা ইউনিয়ন।
Leave a Reply