২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৯:৫৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ শাহ আলম:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রসুল পুর মাদ্রাসার কবর স্থানে ১৯ জুলাই নিহত শহীদ সায়েমের কবরে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর ৪০/৫০ জনের আওয়ামী লীগের দোষর সিরাজুল ইসলামের সন্ত্রাস বাহিনী মিলে কবরটি ভেঙে গুরিয়ে দেয়।
ঘটনাটি অত্র মাদ্রাসার ঈমাম ও ছাত্র জনতারা মিলে নিশ্চুপ হয়ে দেখতে থাকেন।
এ নিয়ে এলাকায় থম থমে বিরাজ করছে,ঘটনা পরে শহিদ সায়েমের পরিবার ও জাতীয় নাগরিক পার্টির সকলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানালে পুলিশ এসে তদন্ত করেন।
পরের দিন সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে সায়েমের মা বাদী হয়ে একটি মামলা করেন।
উক্ত বিষয়ে মাদ্রাসা ও কবর স্থানের সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল হক তিনি বলেন আমরা সকলে মিলে হামলা কারিদের সাথে কথা বলতে চাইলে তারা মার মুখি আচরন করেন এবং হামলাকারীরাদের মধ্যে যারা ছিলো তারা পাশের গ্রামের আওয়ামী লীগের ও বি এন পির কর্মী,অনেক কেই চিনেন তিনি হামলার ঘটনা বলার সময় থানায় কেনো ফোন করলেন না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন আমার ভুল হয়েছে। পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর ঘটনা তদন্ত করেন এবং তিনি বলেন এই ঘটনার তিব্র নিন্দা জানাই আমরা পুলিশ বাহিনী সকলে মিলে এর মুল হোতা সহ সকলকে আইনের আওতায় আনবো।
এদিকে,,,, রিনাত ফৌজিয়া শুক্রবার ঘটনার পর থেকেই স্ব সরিলে উপস্থিত থেকে শহীদ সায়েমের করব পূর্ণ নির্মানের জন্য অনুমতি দেন এবং শনিবার সকাল থেকে রসুলপুর কবরস্থানে বিকেল পর্যন্ত আবস্থান করেন।
নিতি বলেন ঘটনার মুল নায়ক সহ সকলকে আইনের আওতায় আনা হবে।শুক্রবার ঘটনার পর থেকে আমাদের প্রশাসনিক টিম আর্মি রেপ ও পুলিশ সহ প্রতিটি ঘরে ঘরে গিয়ে তল্লাশি সহ অভিযান চলমান আছে।
Leave a Reply