২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৯:২৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
জাহিদ হোসেন:
কেরানীগঞ্জ ঢাকা পল্লী বিদ্যুৎ জিনজিরা অফিসের ভেতরে ঠিকাদার জনি সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন।জনি নিজের নিরা পত্তার ও সঠিক বিচারের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ করেছেন। জনির সাথে কথা বলে জানাযায় তিনি বলেন গত ৩/৭/২০২৪ বিকেন ৪ ঘটিকায় সময় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ সদর দপ্তরে জেনারেল ম্যানেজার জুলফিকারের কাছে একটি কাজের বিষয় দেখা করতে যাওয়ার সময় সেখানে আগে থেকে উত পেতে থাকা উক্ত দপ্তরের মোঃ হারুন অর রশিদমোঃ হাসান (লাইনম্যান) মোঃ আবুল কালাম আজাদ (লাইনম্যান) মোঃ আমির হোসেন (লাইনম্যান) সকলেই পল্লী বিদ্যুৎ সমিতি ৪ অধিনে চাকুরী করেন আমার হাতে থাকা কাগজ ছিরে আমাকে একটি কক্ষে নিয়ে যান যেখানে জিএম জুলফিকারের উপস্থিতিতে আমাকে মারধোর করেন আমার সাথে থাকা ১৬০ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন আকজে তোকে জেন্ত জেতে দিবোনা।
মানব বন্ধনে জনি সহ শতাধিক ঠিকাদারদের একটাই শ্লোগান আমাদের মতো নিরিহ মানুষকে জিম্মি করে রেখেছেন জিএম জুলফিকার ।মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবী বাচার মতো বাচতে চাই ঘুষ মুক্ত পল্লী বিদ্যুৎ চাই ।জিএম হটাও বিচার করো সন্ত্রাস মুক্ত পল্লী বিদ্যুৎ রক্ষা করো ।
এবিষয়ে ঠিকাদারদের সভাপতি দিজেন্দ্র নাথ বর্মনের সাথে কথা বললে তিনি বলেন আমার অধিনে এক জন কর্মচারী আমার পড়িবারের একজন সদস্য আমার ছেলেরমতো। আমরা পরিশ্রম করে জিবিকা নিবারণ করি। জিএম জুলফিকারের প্রস্তাব ছিল লাখে ২০ হাজার টাকা না দিলে বিল পাশ হবেনা।আমরা ঘুষ না দেয়ার কারনে আমাদের উপরে এমন নির্মম নির্যাতন করবে আমরা কখন ভাবিনি । আমরা সকলের বিচার চাই।
Leave a Reply