১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১১:৪৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ ইব্রাহিম হোসেন:
গাজীপুর টংগীতে চার তারকা হোটেল নামেই বেশ পরিচিত ‘জাবান হোটেল’,
হোটেলটির মালিক শেখ বাদল আহাম্মদ, তিনি জার্মান বাদল নামেই বেশ পরিচিত,বর্তমান তিনি জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদ দখল করে বসে আছেন। সেই শোভাতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছে মাদক,জুয়া ও দেহ ব্যবসা, অনুসন্ধানে দেখা যায়, সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় মদপান ও জুয়ার আসর, সেই সাথে নিত্যদিন থাকছে স্কুল, কলেজ,পড়ুয়া ৫০/৬০ জন তরুণী মেয়ে, তাদের দিয়েই চলছে জমজমাট দেহ ব্যবসা। আরো দেখা যায়, তরুণ, তরুণীরা মদ সেবন করে বাংলা ও হিন্দি গানের তালে তালে ডিজে পার্টি নামে চলছে অশ্লীল নৃত্য সেই অশ্লীল নৃত্য দেখে তরুণরা ডিজে পার্টির মঞ্চে উঠে ১০০/৫০০/১০০০ টাকার নটের বান্ডিল ছিটিয়ে দিচ্ছে। আরো রয়েছে আলাদা করে জুয়া খেলার ব্যবস্থা, জুয়ার আসরে দেখা যায়,লক্ষ লক্ষ টাকা উড়ানোর খেলা। নষ্ট হতে যাচ্ছে এলাকার যুবসমাজ ও স্কুল,কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা কারন এখানে ভাড়ার বিনিময়ে পাওয়া যায় সিঙ্গেল রুমসহ সুন্দরী মেয়ে এবং দেশি-বিদেশি ব্রান্ডের মদ ও রয়েছে।যদি এর আগে একবার পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদের বোতল। তবু ও থেমে নেই এই জাবান হোটেলের মদ,জুয়া,ও দেহ ব্যবসা। চার তারকা আদলে দশ তলা বিশিষ্ট সৌন্দর্যময় এই হোটেল রয়েছে চার ধরনের আবাসন যেমন,ডিলাক্স,সুপিরিয়র, সুইট রুম,ফ্যামিলি সুইট রুম।এই হোটেলটিতে রয়েছে মোট ৬৬ টি রুম তাছাড়াও রয়েছে বিশাল একটি কনফারেন্স হল, একটি বিজনেস সেন্টার,স্পা ও ডান্স,ডেলটা ক্যাফে,বিউটি সেলুন,কানকোন র্যায়েল রেস্টুরেন্টে, ওভার ফ্রেস ক্লাব, সুইমিং পুলসহ নানান ধরনের বিনোদন। তবে বিনোদনের নামে চলছে অনৈতিক সব ব্যবসা, আরো জানা যায়, ‘জাবান হোটেল’এর মালিক শেখ বাদল আহমেদ ওরফে জার্মান বাদল। নিজেকে প্রভাবশালী আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বাছাই পর্বে বাদ পড়েন তিনি। এই বিষয়ে হোটেল মালিক শেখ বাদল আহাম্মদ কে একাধিক বার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।
তবে ‘জাবান হোটেল’ এর ব্যপারে এলাকার সচেতন মহলের ব্যক্তিবর্গের সাথে কথা হলে তারা জানান, এভাবে যদি চলতে থাকে তাহলে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।( চলবে)
Leave a Reply