৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ৩:৫২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ আনোয়ার হোসেন ঃ
নেত্রকোনার খালিয়াজুরীতে খাস জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী শফিকুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুর ২ টায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিয়াজুরী থানায় এই মামলা করেন।শফিকুল ইসলাম তালুকদার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী পুরান হাঁটি গ্রামের রহমত আলী তালুকদারের ছেলে এবং সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী। জানা গেছে, খালিয়াজুরী উপজেলা সদর থেকে ১কিলোমিটার দুরে সদর ইউনিয়নের উত্তর দিকে মরাখাল নামকস্থানে খাস সম্পত্তি খাস হওয়ার সুবাদে দখলে নেয় শফিকুল ইসলাম তালুকদার। এরপর ওই সম্পত্তিতে গত মার্চের শেষের দিকে পুকুর খনন করেন।গত ৪ এপ্রিল খালিয়াজুরী গ্রামের ফকরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি) সামীম সারোয়ারকে তদন্ত পুবর্বক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী কমিশনার (ভুমি)শামীম সারোয়ার এর নির্দেশে তদন্তের জন্য, গত ১৮ এপ্রিল তদন্তে যান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কল্লোল কান্তি বিশ্বাস । এরপর সহকারী কমিশনারের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেন তিনি।
ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী কমিশনারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে রোববার দুপুরে খালিয়াজুরী থানায় মামলা করেন।সহকারী কমিশনার (ভূমি) শামীম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,শফিকুল ইসলাম তালুকদার অবৈধভাবে ওই সম্পত্তিতে অনুপ্রবেশ করে পুকুর খনন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ খাইরুল বাশার বলেন,সরকারী কাজে বাধাও পুকুর খননের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply