1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
গাজীপুরের টঙ্গী বাজারে ইজারার নামে চলছে চাঁদাবাজি - দৈনিক সবুজ বাংলাদেশ

১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:১৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি সরকারি চাকরি দেওয়ার নামে অভিনব পন্থায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ সেনাবাহিনীকে দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবন নির্মাণ শ্রমিক নিহত, আহত ২ নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের মিলাদ, আলোচনা সভা ও দোয়া রাজনৈতিক চাপে ধামাচাপা পড়েছে ফাইল অস্ত্র, সোনা, ফেনসিডিল, ব্যবসায় গড়েছেন ত্রাসের রাজত্ব শত্রুদের সঙ্গেও মহানবী ছিলেন সর্বোত্তম আচরণের মূর্ত প্রতীক °যুগান্তরের দুর্বিপাক°
গাজীপুরের টঙ্গী বাজারে ইজারার নামে চলছে চাঁদাবাজি

গাজীপুরের টঙ্গী বাজারে ইজারার নামে চলছে চাঁদাবাজি

মোঃ ইব্রাহিম হোসেন:

গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫৭ নং ওয়ার্ডে টঙ্গীর ঐতিহ্যবাহী ও পুরাতন বাজার হিসাবে সুপরিচিত টঙ্গী বাজার। এই বাজারটি প্রতিবছর গাজীপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে ইজারা দেয়া হয়। ইজারাদার সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছা মতো ইজারার নামে চাঁদাবাজি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ দেখার কেউ নেই? সপ্তাহের প্রতি শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ১০ টা পর্যন্ত ক্রয় বিক্রয় চলে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পণ্য এনে এখানে পাইকারী ক্রয় বিক্রয় করে। সিটি কর্পোরেশনের ইজারার একটি আইন থাকলেও ইজারাদাররা সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছামতো ইজারার নামে চাঁদাবাজি করে যাচ্ছে।

দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধানে দেখা যায়, ইজারাদার প্রতিটি দোকান থেকে ইজারার নাম করে ৬ শত টাকা আদায় করছে। দোকানদারদের দেওয়া হচ্ছে না কোন রশিদ। এছাড়াও আলাদা করে প্রতিটি দোকাদান থেকে আদায় করা হচ্ছে বিট ভাড়া বাবদ ৫ শত থেকে ১ হাজার টাকা। এছাড়াও আরে দেখা যায়,ঝাড়ুদার ও নাইট গার্ডের নামে আদায় করা হচ্ছে আরো প্রায় ১/২ শত টাকা, সব মিলিয়ে প্রতিটি দোকানদা থেকে ১৫ শত টাকা হইতে ২ হাজার টাকা করে আদায় করা হচ্ছে।

এ বিষয়ে নাম না প্রকাশ করার শর্তে একাধিক দোকানদার গণ জানান, আমার প্রতি শনিবার রাতে কাপড় বিক্রয় করতে আসি এই টঙ্গী বাজারে,আমরা সিটি কর্পোরেশন এর রাস্তার উপর ২/৩ হাত জায়গার উপর দোকান বসিয়ে কাপড় বিক্রয় করি কিন্তু বর্তমান ইজারাদার তার ইচ্ছে মতো ইজারার টাকা আদায় করে।দেখা যায় সব সাপ্তাহে ক্রয়-বিক্রয় সম্মান হয় না এমন হয় একদম বিক্রি হয় না, তখন যদি আমরা টাকা দিতে একটু দেরি করি তাহলে আমাদের উপর চলে নির্যাতন। আমরা ভয়ে বাড়ী থেকে আনা টাকা থেকে তারা যা চায় তাই দিয়ে দেই। বর্তমানে আমরা একটি দোকানের ইজারার ৬ শত টাকা সহ মোট ১৫ শত টাকা হইতে ২ হাজার টাকা চাঁদা দিতে হয়।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন এর সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান মৃধার সাথে কথা হলে তিনি দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন, টঙ্গী বাজার ইজারা দেওয়া হয়েছে সরকারি নিয়ম মেনে, সিটি কর্পোরেশনের যে সকল বাজার ইজারা দেওয়া হয়েছে, তারা সিটি কর্পোরেশনের সরকারি নিয়ম মেনে খাজনা আদায় করবে। সরকারি নিয়মের বাহিরে যদি কেউ অতিরিক্ত খাজানা আদায় করে,যদি এমন অভিযোগ পাওয়া যায়, তাহলে সেই ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ( চলবে)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »