১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:৫০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিনে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানা গেছে।
নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্য মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দ্বীপের লোকজন
সেন্ট মার্টিনের বাসিন্দা জুবাইর বলেন, ‘জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। জাহাজে কেউ নেই। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটা বুঝতে পারছি না। জাহাজটি ৪০০ ফুট মতো লম্বা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে
টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )হাফিজুর রহমান বলেন, সেন্ট মার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। এখনো পর্যন্ত এটা কোন দেশের জাহাজ তা নিশ্চিত করা যায়নি। পুলিশ জাহাজটি দেখাশোনা করছে।
Leave a Reply