১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১১:০২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টঃ
চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ হঠাৎ পরিষ্কার করছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর স্বেচ্ছাসেবকরা। রিকশাওয়ালা ও বিভিন্ন শ্রেণির মানুষেরা বসে পড়ল ইফতারি করার জন্য। সবার সামনে রয়েছে বিভিন্ন ইফতার সামগ্রী সাজানো প্যাকেট।
দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় ক্যাম্পাস ঘুরে শতাধিক ইফতার বিতরণ শেষে তারা ২ জনসহ দূর্বার তারুণ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সবাই একসাথে বসে ইফতার করেন।
রেজাউল হক রুবেল বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতি রোজাতেই ইফতার বিতরণ করে থাকি। কিন্তু দূর্বার তারুণ্য আজ ভিন্নধর্মী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার। আমরাও চাই ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আয়োজন করতে। সাধারণ মানুষের সাথে বসে ইফতার করার মজাই আলাদা। আসলে সাধারণ এই কাতারে বসে অনেক ভালো লাগছে। আজকের ইফতার মাহফিলের মাধ্যমে মানুষের সাথে মানুষের ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। সহানুভূতি বাড়িয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার প্রয়াস করছি।
দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকে যারা (রিকশাওয়ালা) বাসায় ইফতার করবেন, তাদের ইফতারি বিতরণ করেছি। যারা ইফতারের সময়ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছে, তাদের সবাই সাথে নিয়ে ইফতার করলাম। এ থেকে একটা বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছি যে মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না। মানুষে মানুষে কোন বৈষম্য থাকতে পারে না। আগামী বছর ইনশাআল্লাহ দূর্বার তারুণ্য এর পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু আদিল, মো: জিহাদুল ইসলাম, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, আহসান হাবিব সোপান, শাফায়েত হোসেন,শাহতাব হোসেন প্রদীপ, মেহেদি হাসান, আল আমিন, এহসান আহমেদ প্রত্যয়সহ অনেকে।
Leave a Reply