১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১০:৩২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যূরো:
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের দক্ষিণ পাশে সোমবার বেলা সাড়ে ৩টার সময় দোহাজারী হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে একটি সিএনজি একটি “ডাম্পার পিকআপের” সাথে ধাক্কা খেয়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এই সময় ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যাক্তি পুড়ে অঙ্গার হয়ে যায়। অগ্নিদগ্ধে অঙ্গার হয়ে নিহত সিএনজি চালকের নাম মো: আব্দুস সবুর। সে সাতকানিয়া উপজেলার ইছামতি আলীনগর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি খান মোহাম্মদ ইরফানের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনার সত্যতা জানালেও তবে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের ঐদিকে কোনো ডিউটি ছিলোনা বলে তিনি জানান।
Leave a Reply