১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:৩৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এস.এ.এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ঢাকার সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রুপা। আবদুল জব্বার চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যাশায় গত ২৮ নভেম্বর উপজেলা পরিষদের তিন তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তার স্বপদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের কাছে পদত্যাগ পত্র প্রদান করেন। যার কারনে পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করলে তিনি মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক জরুরী বিশেষ সভা আহবান করে পরিষদের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ভাররপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের পরামর্শ দেন। তারই পরামর্শেক্রমে গত ১১ জানুয়ারী উপজেলা মিলনায়তন কক্ষে সমন্বয় সভার আয়োজন করেন। এতে উপস্থিত ১২ জন প্রতিনিধি তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাডভোকেট কামেলা খানম রুপাকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম দৈনিক সবুজ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ থাকে যে, তিনি এবং তার পিতা দীর্ঘ বছর যাবত ঢাকা সুপ্রিম কোর্টে বিজ্ঞ আইনজীবি হিসেবে কর্মরত আছেন। এছাড়া চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের পদ সৃষ্টি হওয়ার পর থেকে সর্ব প্রথম ভোটের মাধ্যমে একজন মহিলা ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply