৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:৪৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এস. এ. এম. মুনতাসির, চট্টগ্রাম ব্যাূরো:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ১২ ই ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি সাংবাদিকদের সঙ্গে কৌশল বিনিময় করেন, সাংবাদিকরা এই সময় তাদের বিভিন্ন দাবী দাওয়া উত্থাপন করেন। উপজেলা চেয়ারম্যান রূপা সাংবাদিকদের দাবী দাওয়া মনোযোগ সহকারে শোনেন, তার সময় কালীন সময়ে সাংবাদিকদের দাবীর মধ্যে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সাথে আলাপ করে সমন্বয় সভা, আইনশৃঙ্খলা ও বিভিন্ন এডহক কমিটিতে সাংবাদিকদের অন্তভূক্ত করার আশ্বাস প্রদান করেন, সেই সাথে উপজেলার বিভিন্ন সার্বিক উন্নয়নকল্পে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হওয়ার পূর্বে গত ২৮ ই নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের কাছে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে তারই পরামর্শ মতে উপজেলায় সমন্বয়ক সভা ডেকে উক্ত পদের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। এই সময় সমন্বয় সভার সদস্যরা প্রত্যক্ষ ভোটে এডভোকেট কামেলা খানম রুপাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। তারই ধারাবাহিকতায় তিনি ৭ ফেব্রুয়ারী আইনগতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রথম বারের মতো স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। ইতিপূর্বে তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন যাবত সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী হওয়ার সম্ভবনা আছে বলে ইঙ্গিত প্রকাশ করেন।
Leave a Reply