১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:১৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
শওকত মাহমুদ:
রাগে ফুঁসতে ফুঁসতে ছাত্র-জনতা অদম্য স্বতঃস্ফূর্ততা ও প্রচণ্ড সাহসে শেখ হাসিনার সরকারকে ফেলেই দিল। শেখ হাসিনার উচ্চ দম্ভ, বে-নজীর কুশাসন ও শেষ মুহূর্তের বীভৎস গণহত্যা এর তাৎক্ষণিক কারণ। আগা-পাশ-তলা ফ্যাসিবাদী শেখ হাসিনা ছাত্রদের সঙ্গে কথাই বলতে চাননি।
ইসলাম ধর্মের প্রথম প্রচারক হযরত নূহ (আ:) যখন তাঁর জাতির মানুষদের আল্লাহ’র আনুগত্যের কথা বলতে যেতেন, তখন তারা কানে আঙ্গুল দিত, কাপড় দিয়ে ঢেকে দিত। এমনি না শোনার কারণে আল্লাহ মহাপ্লাবনে ভাসিয়ে দিলেন না-শোনা কাফিরদের।
প্রাসঙ্গিক একটি ঘটনার উল্লেখ পাই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’নাটকে। দুই গ্রামের দুই মোড়লের প্রতিযোগিতায় শিবতরাই গ্রামের মোড়ল তার গ্রামের মানুষের কান-ঢাকা টুপি পরিয়ে দিয়েছিল। উদ্দেশ্য, তাদেরকে কিছু জানতে না দেওয়া কিংবা ততটুকুই জানতে দেওয়া যতটুকু স্বৈরাচারের পক্ষে ভালো। নাটকে এর পাল্টা কথাটা ছিল ধনঞ্জয়ের মুখে: ‘জগতটা বাণীময় রে, তার যেদিকটাতে শোনা বন্ধ করবি, সেই দিক থেকে মৃত্যুবান আসবে।
শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যুবাণ ওইদিক থেকেই এসেছিল। কিন্তু এই অবিস্মরণীয় দুনিয়া- দোলানো গণঅভ্যুত্থানের কি এটাই শেষ সীমান্ত? মনে হয় না, হতে পারে না। বহু বহু দিন কালের প্রবহমানতায় সোচ্চার থাকবে এই বিপ্লবের দ্যোতনা।
খুবই গাঢ়ভাবে সঞ্জীবিত করবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর। মানুষের চাওয়াও তাই। গত দেড় যুগে বিদায়ী সরকারের কুৎসিত অগণতান্ত্রিক কাণ্ড-কলাপ, গুম, হত্যা, দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তারই পথ ধরে সর্বশেষ বিপ্লব।
আপাতত: ওই সংগ্রাম কিছুটা নিরুচ্চারিত, কিন্তু তাকে ভোলা যাবে না।
ছাত্র-জনতার এক দফা দাবিটি ছিল যৌক্তিক। এর অন্তর্গত তাৎপর্য হলো, ‘হাসিনা তুমি যাও, আমরা রাষ্ট্র সংস্কার করে ফ্যাসিবাদ হটাবো।’
স্বৈরাচারী হাসিনা সরকার গেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। হাসিনার নিকৃষ্ট ফ্যাসিবাদের দোসর ছিল কিছু মিডিয়া। মিথ্যার বেসাতি আর নির্লজ্জ দলবাজিতে মেতে উঠেছিল বেশিরভাগ মিডিয়া। জনগণকে সত্য জানতে দেয়নি। তথ্য হয়ে পড়েছিল অপরকে ঘায়েল করার বস্তু। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের একটি উক্তি মনে পড়ে : ‘সংবাদ আজকে মূলত: গল্পপ্রবাহ। তথ্যকে আর শালগ্রামশিলার মতো অপরির্বতনীয় মনে করার কোনো কারণ নেই। তথ্যচিত্র যে বাস্তবের শংসাপত্র নয়, তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। … তথ্য থেকে সত্যের দিকে যাত্রায় ইতিহাস যে সুড়ঙ্গ পথটি খনন করে রেখেছে তাতে আলোকসম্পাত করে দর্শন; মনন যাকে সম্পাদনা করে না এমন তথ্যচিত্র আসলে তথ্যের পুতুল। আমরা তো চাই রক্তমাংসময় সেই মুহূর্ত, তথ্য যেখানে মরণাহত হাসি দিয়ে জয় করছে নশ্বরতা।
স্বাধীনতার রাজনৈতিক রূপকার শেখ মুজিবের বন্দনা এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী দিয়ে তাঁকে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছিল, মনে পড়ে যায় লেনি রিফেনথালের সেই কুখ্যাত নাৎসি প্রতিবেদনটি, যার শিরোনাম ছিল ‘ট্রায়াম্প অব দি উইল।’ এতে জার্মান জাতিতত্ত্বের ভ্রান্তিকে এতোদূর পুরোভাগে নিয়ে আসা হয় যে হিটলারকে দেবরাজ জিউস ও স্বস্তিকা চিহ্নকে দেবতাদের কবচকুণ্ডল বলে মনে হতে থাকে।
পেশাজ্ঞানে টনটন সাংবাদিক (ভিন্নমতাবলম্বীদের) কর্মচ্যুতি বা চাকরি না দেওয়া ছিল সাধারণ ঘটনা। তারপর বহু টিভি ও সংবাদপত্র বন্ধ করে দেওয়া, প্রথম আলো ও ডেইলি স্টারকে প্রধানমন্ত্রী অফিস ও বাড়িতে নিষিদ্ধ করা, মানবজমিনের প্রধান সম্পাদককে দেশে ফিরতে না দেয়া, কালো আইনে গ্রেফতার ও পীড়ন, জেলে পাঠানো, হত্যা, গোয়েন্দা সংস্থাগুলোর সেন্সরশীপ, অযোগ্যদের টিভির লাইসেন্স প্রদান, মামলা দিয়ে হয়রানি ছিল অসভ্যতার চূড়ান্ত মাত্রায়।
মতপ্রকাশের স্বাধীনতার অবস্থাটা ছিল এমন বর্ষীয়ান বুদ্ধিজীবী প্রফেসর রেহমান সোবহান পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, ‘আইয়ুব শাহীর বিরুদ্ধে যা বলা যেত, এখন তা বলা যায় না।’
একটি ছোট্ট ঘটনার কথা বলি।
জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। একটা অনুষ্ঠানে ড্রাইভার গাড়িটি পার্ক করে বারান্দায়, যার নিয়ম নেই। জনৈক সাংবাদিক ড্রাইভারকে এ কথা বললে ড্রাইভার ক্ষিপ্ত হয়ে ওঠে। মন্ত্রী দু’ঘন্টা বাদে ফেরত যাবার পর সেই সাংবাদিক চিঠি পান, তার পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।
যাহোক, ছাত্র-জনতার পক্ষ থেকেও অভ্যুত্থানের সময় কিছু মিডিয়ার ব্যাপারে ক্ষোভ দেখানো হয়েছে। হামলা-মামলার ঘটনাও ঘটছে। ওদের অনেকেই আওয়ামী লীগের মিডিয়া সাবকমিটির সদস্য ছিল।
প্রেসক্লাব এবং ইউনিয়নের ইতিহাসে প্রতিপক্ষের ওপর সহিংসতা আগে কখনও ঘটেনি। আর সাংবাদিকদের হত্যা মামলায় আসামি করাটাও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ওই সব মিডিয়াকে সুরক্ষা দেওয়ার অনানুষ্ঠানিক দায়িত্ব কয়েকজন বিরোধী দলীয় নেতাও নিয়েছেন বলে শোনা যায়। গোপনে তালিকা করছে সাংবাদিক ইউনিয়ন নেতারা। তবে তাদের পছন্দে আসছে দলবাজ অপেশাদার সাংবাদিকেরা। এক মাতব্বরির অবসানে কি আরেক হুংকারের আগমন ঘটছে- এটা পেশাজীবী জাতীয় বোধসম্পন্ন সাংবাদিকদের প্রশ্ন। তবে অন্তর্বর্তী সরকার মিডিয়ায় নিয়োগে সাবধানে পা ফেলছে। ওদের কথামত নিয়োগ দিচ্ছে না, বলছে এ সরকার আওয়ামী লীগের তো নয়ই, বিএনপি-জামায়াতেরও না- অতএব নিয়োগ হবে অর্ন্তবর্তী সরকারের পছন্দ মাফিক। আমরা দেখছি, এই সরকার রাষ্ট্র সংস্কারের অন্তর্গত করে গণমাধ্যম সংস্কারের কথাও বলছে। কারণ এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি গণমাধ্যম কমিশন ও কালো আইনগুলো বাদ দেয়ার কথা বলছে। তাহলে কি হতে পারে এমন সংস্কার? অর্ন্তবর্তী সরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে।
রাষ্ট্র যদি নতুন বন্দোবস্তে যায়, তার রেশেই পুনর্গঠন হবে মিডিয়ার। এটা নিশ্চিত। মিডিয়ার অর্থাৎ সংবিধান বর্ণিত ‘প্রেস’ এর বাংলা-সংবাদ-ক্ষেত্র’তে সংস্থার শুধু আইনি সংস্কার বা মতপ্রকাশের অবাধ অধিকার প্রতিষ্ঠাই যথেষ্ট নয়। যাদের হাত দিয়ে জনগণ সত্য জানবে, সেই জনশক্তিকেও নতুন চেতনায় বা দ্বিতীয় স্বাধীনতার আদর্শে উজ্জীবিত থাকা প্রয়োজন। ‘দ্বিতীয় স্বাধীনতা’ শব্দ দু’টি আসলে ১৯৭৫ এর ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতিকে ম্লান করে দেয়।
আমাদের গণমাধ্যমকে‘জাতীয় গণমাধ্যম’ হয়ে উঠতে হবে; ভারত ও নেপালে যেটা হয়েছে। ১৯৮২ সালে বাংলাদেশের প্রথম প্রেস কমিশন গঠন করা হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা আতাউর রহমান খান। বাংলাদেশের স্বনামধন্য সম্পাদকেরা এর সদস্য ছিলেন।
ব্যারিস্টার মইনুল হোসেন, এজেডএম এনায়েতুল্লাহ খান, ওবায়দুল হক, আহমদুল কবির, শামসুর রাহমান ও আহমেদ হুমায়ুন। কমিশনের কর্মপরিধি ছিল বাংলাদেশে সংবাদ ক্ষেত্রে অবস্থা, এর বিকাশ ও জাতীয় উন্নয়নের সঙ্গে সঙ্গতিপুর্ণ সুপারিশসমূহ পেশ করা। ওই কমিশন সংবাদ-ক্ষেত্রে সামগ্রিক অবস্থা যেমন সংবিধান ও সংশ্লিষ্ট আইনসমূহ, সংবাদপত্রের মালিকানা ও সাংবাদিকদের অবস্থা মজুরি, পুঁজি, বিজ্ঞাপন, সরকারি নিয়ন্ত্রণ, হকারদের ভূমিকা -সব কিছু পর্যালোচনা করে ১৯৮৪ সালে একটা রিপোর্ট পেশ করেছিল।
কিন্তু তাদের সুপারিশগুলো আর বাস্তবায়িত হয়নি। সামরিক শাসনের পর ১৯৯১ থেকে নির্বাচিতের গণতন্ত্রে ফেরার পর গণমাধ্যম এক ধরনের নাতিশীতোষ্ণ অবস্থা অতিক্রম করেছে। এর মধ্যে বহু নতুন সংবাদপত্র, বৈদ্যুতিক গণমাধ্যম, অনলাইন, সামাজিক মাধ্যম এসেছে। ২০০৯ থেকে শেখ হাসিনার টানা ১৫ বছরের কলংকিত শাসনে মিডিয়া সম্পূর্ণভাবে হয়ে পড়ে সরকার নিয়ন্ত্রিত, সরকার সমর্থিত সাংবাদিকদের দলবাজির আখড়া। বিধ্বস্ত হয়ে যায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ. মিথ্যার অপপ্রচারে সত্য ও বিরোধীদলকে ঘায়েল করা, টক-শো’র মাধ্যমে মিথ্যা জনবয়ান সৃষ্টির অপপ্রয়াস মানুষকে অস্থির করে তুলেছিল। ভবিষ্যতকে নতুন বোধে ও ভাবে নির্মাণকল্পে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান অর্ন্তবর্তী সরকারকে বাংলাদেশের দ্বিতীয় প্রেস কমিশন গঠন করার জন্য আহবান জানাই। সংবাদ-ক্ষেত্রের পুরো অবস্থাটা কারও জানা নেই। এই কমিশন যেমনি করে দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশমালা দেবে, তেমনি স্বল্পমেয়াদে অর্ন্তবর্তী সুপারিশগুলো সরকারকে দেবে। কারণ মিডিয়ায় জরুরি কিছু সংস্কার প্রয়োজন। এরমধ্যে আমি অনুরোধ করব, এক ঝাঁক তরুণ মেধাবী সাংবাদিক তৈরি করার জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম নেয়া। এতে কর্মরত তরুণ সাংবাদিকেরাও যুক্ত হতে পারেন। হতে পারে কোন সাংবাদিক নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের। কিন্তু সত্য প্রচারে বা তার বিশ্লেষণে সেই আদর্শ যেন বিকৃতি না ঘটায়। বাংলাদেশের সাংবাদিকতায় দক্ষতার অভাব আছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগগুলো এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এতোদিন দলবাজদের প্রতি আগ্রহ দেখিয়েছে।
মূলত: জাতীয়বোধসম্পন্ন, উদার গণতন্ত্রে বিশ্বাসী, আপন সংস্কৃতি ও মানুষের প্রতি মমত্ববোধে সমৃদ্ধ তরুণরা আমাদেরকে মানুষের গণমাধ্যম উপহার দিতে পারে।
সৌজন্যে : দৈনিক মানবজমিন।
Leave a Reply