৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ৮:৪০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, গবেষক আকবর আলি খানকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে তাকে দাফন করা হয়।
এর আগে জুমার নামাজের পর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আকবর আলি খানের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
এদিন সকাল থেকেই আকবর আলি খানের গুলশানের বাসায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিরা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়।
Leave a Reply