১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:৩৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন। প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চৌহালী উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে মুনন্সি আব্দুল লতিফ এর সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনের জন্য নির্বাচন কমিশন গঠনের পর ব্যালট বক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আগামী তিন বছর মেয়াদে চৌহালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পদে আমাদের নতুন সময় পত্রিকার চৌহালী প্রতিনিধি মোঃ রাশিদুল হাসান (জুয়েল সরকার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে মাই টিভির চৌহালী ও বেলকুচি প্রতিনিধি আঃ লতিফ ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার চৌহালী প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন নির্বাচিত হয়।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোঃ রমজান প্রামানিক এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়।
সাধারণ সম্পাদক পদে-২ জন মির্জা শহিদুল ইসলাম ও আঃ লতিফ প্রতিদ্বন্দ্বী করেন।
সাংগঠনিক সম্পাদক পদে-৩ জন মোঃ ফরহাদ হোসেন, মোঃ আল ইমরান মনু ও মোঃ ইমরুল হাসান সিকদার প্রতিদ্বন্দ্বী করেন।
দপ্তর সম্পাদক পদে-২ জন মোঃ রমজান প্রামানিক ও মোঃ ইমরান হোসেন আপন প্রতিদ্বন্দ্বী করেন।
ভোট গণনার পর সভাপতি-জুয়েল সরকার, সাধারণ সম্পাদক- আঃ লতিফ, সাংগঠনিক সম্পাদক- মোঃ ফরহাদ হোসেন ও দপ্তর সম্পাদক- রমজান প্রামানিক বিজয়ী ঘোষণা করে আগামী তিন বছরের জন্য কমটি গঠন করা হয়।
Leave a Reply