২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৪:৩৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মোঃ ফরহাদ হোসেন-
চৌহালী উপজেলার বাঘুটিয়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙ্গন কবলিত চর বিনানু এলাকার ব্যাপক ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে ওই এলাকার অব্যাহত ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়েছে।
এলাকাবাসির দাবির পরিপ্রেক্ষিতে ভাঙ্গন রোধে স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডলের বিশেষ তৎপরতায় পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে এই জিও ব্যাগের ডাম্পিং এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় সম্ভুদিয়া ও পার্শ্ববর্তী এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হয়।
রবিবার ১০ অক্টোবর বিকালে ভাঙ্গণ কবলিত এলাকায় ভাঙ্গন প্রতিরোধে ১শত মিটার জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার। আরও উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার গিয়াস উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডর প্রতিনিধিগন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধে নদীর গতিপথ পরিবর্তন করা একান্ত অপরিহার্য। ভাঙ্গন রোধ করতে না পারলে চৌহালী উপজেলা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তিনি আরও বলেন, ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।
Leave a Reply