১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৬:৪৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ১৭-১২-২০২২ খৃঃ শনিবার সকাল ১০ ঘটিকায় ইউঃ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মী ও সাধারন জনগনের উপস্হিতিতে কর্মী সমাবেশ জনসভায় পরিনত হয়।
আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউঃ পরিষদ চেয়ারম্যান মোঃ মনজুর আলোম হাওলাদারের সভাপতিত্বে সমাবেশ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফহুইপ, পটুয়াখালী -২ আসনের সাংসদ জনাব আ স ম ফিরোজ। বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন,বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে আহবান জানান এবং আওয়ামীলীগের ধারাবাহিক উন্নয়নের জন্যই জনগন আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, সমাজসেবক রায়হান সাকিব,
বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান। বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সূর্যমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল বিশ্বাস,আদাবাড়িয়া ইউঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলোম ফকির।
উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা , স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেন মৃধা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply