১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:৪৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
.
১১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান সরদার (মিলন) ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সৃজনশীল প্রকাশনা শিল্প দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের অন্যতম বাহক। জাতির মননশীলতা ও সাংস্কৃতিক উন্নয়নে শিল্পটি অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কারণে এ শিল্প প্রত্যাশিত মাত্রায় বিকশিত হতে পারেনি। সৃজনশীল প্রকাশনা খাতের টেকসই উন্নয়ন দেশের শিক্ষা, সংস্কৃতি ও চিন্তার বৈচিত্র্যকে প্রভাবিত করে। প্রকাশনাশিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি প্রকাশকদের দীর্ঘদিনের বৈষম্যরোধে এ কমিটি গঠন করা হয়েছে।
সমিতির অপর সদস্যরা হলেন – ইকবাল হোসেন সানু, প্রকাশক : লাবনী, মো. মনিরুল হক, প্রকাশক : অনন্যা, ইসমাইল হোসেন বকুল, প্রকাশক : এশিয়া পাবলিকেশন্স, মো. আমিনুর রহমান, প্রকাশক : প্রান্ত প্রকাশন, মামুন অর রশিদ, প্রকাশক : বর্ণমালা, মো. মহসিন (রুবেল), প্রকাশক : মেরিট ফেয়ার প্রকাশন, এস. এম. মহিউদ্দিন কলি, প্রকাশক : কলি প্রকাশনী, মোরশেদুল আলম হৃদয়, প্রকাশক : বাবুই প্রকাশনী, এইচ. এম. আলমগীর রহমান, প্রকাশক : কালিকলম প্রকাশনা।
Leave a Reply