১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৮:০৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সবুজ বাংলাদেশ ডেস্ক:
অব্যাহতি পাবে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি আমদানির সব ধরনের মূল্য সংযোজন কর। শিপইয়ার্ডগুলোকে গ্রিন শিপইয়ার্ডে উন্নীত করার লক্ষ্যে শর্তসাপেক্ষে এ কর অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ২৬ জুন পর্যন্ত এই ভ্যাট অব্যাহতি বহাল থাকবে।
এনবিআর এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, সরকার ওই সময়ের মধ্যে সব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডকে গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে উন্নীত করবে। নয়তো ওই সময়ের পর থেকে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য কোনো জাহাজ বাংলাদেশে আসতে পারবে না।
এছাড়া রেয়াতি হারে আমদানি করা মূলধনী যন্ত্রপাতি শুধু শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইয়ার্ডে ব্যবহার করা যাবে। আমদানি করা মূলধনী যন্ত্রপাতি ন্যূনতম পাঁচ বছরের আগে বিক্রি বা হস্তান্তর করা যাবে না বলে আদেশে উল্লেখ করা হয়।
সবা:স:জু-৩৪৯/২৪
Leave a Reply